ইরানের বন্দর আব্বাসের নিকট শহীদ রাজাই বন্দরে এক ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে ৮ জন নিহত এবং সাত শতাধিক আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ২৭ এপ্রিল নিম্নোক্ত শোকবাণী প্রদান করেছেন:-
“ইরানের বন্দর আব্বাসের নিকট শহীদ রাজাই বন্দরে এক ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে ৮ জন নিহত এবং সাত শতাধিক গুরুতরভাবে আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি। আমি আশাকরি ইরান সরকার এ ভয়াবহ বিস্ফোরণের কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবার পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেই সাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা আশা প্রকাশ করছি যে, ইরান সরকার ও জনগণ শীঘ্রই এই শোক ও বিরাট ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন।”